বোরহান আনিস
দীর্ঘদিন যাবৎ ব্রীজের মাঝখানে ভেঙ্গে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ব্রীজের উপর দিয়ে বিভিন্ন যান চলাচলে ব্যাহত হচ্ছিল। গর্তটি সংস্কারে সরকারী ভাবে কোন উদ্যোগ নেই। অপরিচিত যান চালকেরা এই গর্তে পড়ে দূর্ঘটনার স্বীকার হয়েছেন। নিজেদের অর্থায়নে স্থানীয় যুবকেরা সেই গর্তটি সংস্কার করে দিলেন।
ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া – বিনোকদিয়া আঞ্চলিক সড়কের ঝপরখালী বাজারের পাশেই এই ব্রীজটি অবস্থিত। ব্যস্ততম এই ব্রীজ দিয়ে প্রতিদিন হাজার হাজার যান চলাচল করে। এমনকি পেঁয়াজে বেচা কেনার খ্যাত মাঝারদিয়া, বিনোকদিয়া ও কাগদী হাট থেকে ব্যবসায়ীরা পেঁয়াজ কিনে ট্রাকে করে এই ব্রীজ দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। দীর্ঘদিন এই গর্তটি সংস্কার করার কোন উদ্যোগ না থাকায় এলাকার যুব সমাজের নজরে আসে। তারা এই জনসেবার উদ্যোগ নেয়। স্থানীয় যুবক ওমর তালুকদার, তুশার, খন্দকার রোমিও, ছবুর শেখ, বেলায়েত খান, রাজিব শেখ, সালাম শেখ, মুন্নু শেখ, আলিমুদ্দিন সহ কয়েক যুবক এই জনসেবা মূলক কাজটি সম্পন্ন করেন।
ওমর তালুকদার বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ সমাজের সমস্যা নিয়ে কাজ করছি। আমাদের এই যুব সমাজের একটিই উদ্দেশ্য জনসেবা করতে হলে নেতা হওয়া লাগেনা, চেয়ারম্যান মেম্বর হওয়া লাগে না। ইচ্ছা থাকলে সবই করা সম্ভব। এ ছাড়াও আমাদের নিজস্ব অর্থায়নে এলাকার গরীব রোগীদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু রয়েছে।