সাইফুল ইসলাম: ফরিদপুরের সালথায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত পাটচাষী প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
“পাটের আঁশের যত্ন করে বিদেশী মুদ্রা আনবো ঘরে, জাগো চাষী বুনো পাট সবুজ সোনায় ভরবো ঘর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (২৩ মে) বেলা পোনে ১১টার দিকে সালথা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: তাসলিমা আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পাট কর্মকর্তা তারেক মো: লুৎফর অমি, ফরিদপুরের পাট অধিদপ্তর সহকারী পরিচালক মরিয়ম বেগম, সালথা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, সালথা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল বারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাটচাষীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো: রিফাত রিয়াজ।