সাইফুল ইসলাম: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক ও লেখক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, সালথা-নগরকান্দায় যারা কাইজ্যা, দাঙ্গা, হাঙ্গামা, হামলা, ভাংচুর করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা সকলেই মিলে তাদের প্রতিহত করবো।
সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামের বাড়িতে সালথার বিভিন্ন এলাকার দলপক্ষকে কেন্দ্র করে ও ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা নিরসনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী সালথা-নগরকান্দা কৃষ্ণপুরের মানুষের উন্নয়নের জন্য সারা জীবন কাজ করেছেন। আমিও আপনাদের পাশে থেকে উন্নয়নের জন্য কাজ করতে চাই। অামরা কোন দুর্বৃত্তকে ছাড় দেব না। সে যে কোন দলেই হোক না কেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি সমাজ গড়ার জন্য কাজ করতে হবে। তাহলেই আগামী প্রজন্ম সুন্দর সমাজ পাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলামসহ সকল অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।