শহিদুল ইসলাম
নগরকান্দা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান ইলাহী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপনের
সঞ্চালনায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও রাজনৈতিক প্রতিনিধি আগামীর নগরকান্দা-সালথা কৃষ্ণপুর তথা ফরিদপুর দুই আসনের আওয়ামীলীগের কর্ণধর শাহাদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটি সদস্য ও সংসদ উপনেতার এপিএস, শফিউদ্দিন চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ এর সদস্য প্রফেসর আঞ্জুমান আরা বেগম, চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান জিন্নাহ সরদার, সাধারণ সম্পাদক জিন্নাত আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মাতুব্বর,
কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, কাউন্সিলর মাসুদুর রহমান মিকু, মহিলা কাউন্সিলর খাদিজা বেগম সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দস্তিদার সহ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি।
এ ছাড়াও পৌর স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে অতিথিকে ফুলের শুভেচ্ছা মিষ্টিমুখ করানো হয়।