প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ণ
সালথায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাইফুল ইসলাম: ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টায় সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাছলিমা আক্তার।
এ টুর্নামেন্টে উপজেলার প্রতিটি ইউনিয়ন একাদশ দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয় এবং আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট থেকে বাছাই করে উপজেলা একাদশ দল গঠণ করা হবে বলে কমিটি জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর।
এসময় আরো উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মো: সাদীক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু প্রমুখ।
খেলাটির পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদ হাসান এমিলি এবং মূল রেফারির দায়িত্ব পালন করেন ইব্রাহিম হোসেন, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ নাছির হোসেন ও এজাজ উদ্দিন।
Copyright © 2024 Press 71. All rights reserved.