সাইফুল ইসলাম: ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার।
মঙ্গলবার (১৮ মে) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, স্থানীয় শেখ রওশন আলীর পুত্র রানা আহম্মেদ নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট ভেকু দ্বারা পুকুর খনন করে আসছিল। খবর পেয়ে উক্ত স্থানে ভ্রাম্যমাণ পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবিষ্যতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।