সাইফুল ইসলাম: ফরিদপুরের বোয়ালমারীতে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া যুবতির অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই যুবতির নাম মুরছালিনা (২৩)। সে উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের সাতৈর ফ্লাইওভারের পাশে চুকিনগর গ্রামের মো. মতিয়ার মন্ডল (৫০) এর মেয়ে।
চুকিনগর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. চুন্নু মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মুরছালিনা সম্পর্কে আমার ভাস্তি। ৬ বছর আগে সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের বাদশা শেখের ছেলে মো. ইসমাইল শেখের (৩০) সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে মো. ইমাম শেখ নামের ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
চুন্নু মন্ডল জানান, গত ৭ মে শনিবারে মুরছালিনার শ্বশুর বাদশা শেখ আমাদের বাড়িতে এসে জানান মুরছালিনাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। এরপর মঙ্গলবার অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের সংবাদ পেয়ে থানায় গিয়ে গায়ের পোশাক ও মাথার চুল দেখে মুরছালিনাকে শনাক্ত করি।
জানা গেছে, মুরছালিনার স্বামী ইসমাইল শেখ চট্টগ্রামে একটি কোম্পানীর সেলসম্যান হিসেবে কাজ করে। বছর ছয়েক আগে তাদের বিয়ে হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মেয়েটির পরিচয় সম্পর্কে একটি পরিবার তাদের মেয়ে দাবি করলেও আমরা এখনও পরিচয় নিশ্চত হতে পারিনি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। বিষয়টি চুড়ান্ত হলে লাশ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মিলগেট এলাকার ময়েনদিয়া-ফরিদপুর সড়কের পাশে পাটখেত থেকে বস্তাবন্দি অর্ধগলিত অবস্থায় মাথা থেকে বিচ্ছিন্ন ওই যুবতির লাশটি উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।