নিজস্ব প্রতিবেদক: অসহায় মানুষের মুখের হাসি থেকে জীবনের সুখ খুঁজে পান ফরিদপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের আহ্বায়ক এবং রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান। চারপাশে নানা অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে ছুটে চলা এক স্বপ্নবাজ মানুষ তিনি।
সাধারণ মানুষের সহায়তা নিয়ে পিতৃভূমি ফরিদপুরকে পরিবর্তন করার উদ্যোগ নেন। অসহায় মানুষের যে কোন ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসলেই ধূমকেতুর মতো ত্রানকর্তা হয়ে হাজির হন তিনি।
জনগণকে সাথে নিয়ে দিয়া আসেন সমাধান। সমস্যা সমাধানের পাশাপাশি এক সময় আর এই ব্যতিক্রম উদ্বেগ তুলে ধরতে চেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে সেই গুলো মোটেও আত্মপ্রকাশের জন্য নয় বরং তিনি তা প্রচার করেন আমাদের দেশের তরুণ প্রজন্মকে ভালো কাজের উজ্জীবিত করার জন্য। একের পর এক ব্যতিক্রম কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে বর্তমান গোটা ফরিদপুরে অর্জন করেছেন তিনি তুমুল জনপ্রিয়তা ।
তার সামাজিক কাজের মাধ্যমে জয় করে নিয়েছেন লক্ষ মানুষের হৃদয়। অথচ এমন অসাধারণ হয়েও নিজেকে পরিচয় দেন একজন সাধারন মানুষ হিসেবে ।
কাজী আব্দুস সোবহান ছোটবেলা থেকেই মানবিক হৃদয়ের অধিকারী ছিলেন ।
করোনা মহামারী চলাকালীন সময়ে ও সাধ্যের সর্বোচ্চ শক্তি দিয়ে দাঁড়িয়েছিলেন সকল শ্রেণী পেশার মানুষের পাশে এমন করতে গিয়ে নিজে করোনায় আক্রান্ত হলেও এক মুহূর্তের জন্য ও থেমে যায়নি তার কর্মকাণ্ড।
সুস্থ হওয়ার পর দ্বিগুণ উদ্যোগ নিয়ে পুনরায় নেমে গিয়েছিলেন মাঠে তবে এতকিছু করার পরও রাস্তায় রাস্তায় তার নাম দেখা যায় না কোন পোস্টারে, বিলি হয় না কোন প্রচারপত্র, কারণ তিনি বিশ্বাস করেন ছবি দিয়ে বানানো কোনো পোস্টারে নয় বরং কাজের মাধ্যমেই মানুষের পরিচয় ফুটে উঠে।
কাজী আব্দুস সোবাহানের স্বপ্ন তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখবেন । তিনি বাংলাদেশকে ভালবাসেন, নিজের দেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাই তিনি আওয়ামী লীগ সমর্থন করেন। দেশ ও জনগণের জন্য আওয়ামী লীগের যে ‘অর্জন’ তা আর কারও নেই। আওয়ামী লীগের ‘অর্জন’ তার অতীত ও বর্তমানের সকল বিচ্যুতি ও ব্যর্থতার তুলনায় বহু বহু গুণ বেশি বলে তিনি মনে করেন।
বাংলাদেশের রাজনীতিতে এই দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের সরকারে থাকা খুবই জরুরি, এর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে আবার ও রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার নিজ নির্বাচনী এলাকায়। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন সরকারের বিভিন্ন উন্নয়নের প্রচার করতে।