সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শামীম হককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী মৎসজীবীলীগের আহ্বায়ক এবং রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।
বৃহস্পতিবার রাতে তিনি ফরিদপুরের আওয়ামী লীগের অভিভাবক শামিম হকের বাসায় যেয়ে এই শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ মে) বিকেলে ফরিদপুর শহরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মলনে আওয়ামী লীগের দুঃসময়ের অন্যতম বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, দুঃসময়ের আওয়ামী লীগের
নির্যাতিত নেতাকর্মীদের বন্ধু, শেখ রাসেল ক্রিড়া চক্রের সভাপতি, ইউরোপীয়ান আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হককে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে ঘোষণা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।
ভার্চুয়ালভাবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি প্রমুখ।