প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ
দেশীয় মাছ সংরক্ষণে সালথার ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা
সাইফুল ইসলাম: ফরিদপুরের সালথায় মৎস্য চাষীদের নিয়ে ২০২১-২০২২ইং অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পার্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করেন সালথা উপজেলা মৎস্য অফিস।
সালথা উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্য অফিসার মো: মনিরুল ইসলাম।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ মৎস্য সমিতির প্রতিনিধি তমাল আহমেদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, গট্টি ইউপি সচিব মো: জাহিদ হোসেন প্রমুখ।
দেশীয় মাছ সংরক্ষণে সালথার ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা মৎস্য অফিসার মো: মনিরুল ইসলাম বলেন, আপনারা কেউ কারেন্ট জাল ব্যবহার করে ছোট ছোট দেশি মাছ ধরবেন না। দেশি মাছ মানুষের দেহের প্রচুর পুষ্টি যোগায়। দেশীয় মাছ সংরক্ষণে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশে বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। এ মাছ সংরক্ষণের আমাদের সকলকে সচেতন হতে হবে।
এ সময় উপজেলা মৎস্য অফিসার রাজীব রায় প্রকল্প বর্ণনা তুলে ধরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবতা এবং চাষ, সংরক্ষণ ও নিধনরোধে আলোচনা করেন এবং প্রজেক্টরের মাধ্যমে তা বুঝানো হয়।
Copyright © 2024 Press 71. All rights reserved.