সাইফুল ইসলাম: ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ উপলক্ষে সালথা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে প্রস্তুতি সভা করেছেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষিবীদ শাহদাব আকবর লাবু চৌধুরী।
মঙ্গলবার সকাল ১১ টায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির বাসভবন সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় প্রবিন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তাঁরা মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, দপ্তর সম্পাদক মো: মজিবুল হক, সালথা উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুসহ উপজেলা যুবলীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা শ্রমিকলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। ফরিদপুর -২ আসন থেকে সম্মেলনে সর্বচ্ছ লোকসমাগম করা হবে ইনশাআল্লাহ। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। আমিও মায়ের মতো সারা জীবন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবো। শেখ হাসিনার সকল সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবো। দলকে ঐক্য বদ্ধ করতে সবার সাথে মিলেমিশে কাজ করবো।