অনলাইন ডেস্ক:জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের শরীরে ‘ইহুদি রক্ত’ ছিল, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের এমন মন্তব্যের জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার এক ফোনকলে পুতিনের সঙ্গে কথা বলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ কথা জানান। খবর রয়টার্সের।
বেনেটের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ল্যাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। এ ছাড়া ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি তার মনোভাব পরিস্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি তার মনোভাব পরিস্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন বেনেট। তবে পুতিনের ক্ষমা চাওয়া নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
গত রোববার ইতালির একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ল্যাভরভকে ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি। এরপরও ইউক্রেনকে নাৎসি প্রভাবমুক্ত করতে অভিযান চালানো হয়েছে বলে রাশিয়ার বক্তব্যের কারণ কী?
জবাবে তিনি বলেন, জেলেনস্কি ইহুদি, তাতে কী হয়েছে? এই বাস্তবতার নিরিখে তো ইউক্রেনে নাৎসি শক্তির উপস্থিতি অস্বীকার করা যাবে না। আমি বিশ্বাস করি, হিটলারের শরীরেও ইহুদি রক্ত ছিল। এমনকি তীব্র ইহুদিবিদ্বেষীদের অনেকেই ইহুদি।
এ কথার পরিপ্রেক্ষিতে বেনেট বলেছিলেন, ল্যাভরভ তার মন্তব্যের মধ্য দিয়ে ওই হত্যাকাণ্ডের জন্য ইহুদিদের দায়ী করেছেন। এই মন্তব্য ‘ক্ষমার অযোগ্য’ বলে উল্লেখ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।