স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির মালিক হলেন ওয়ার্নার। তিনি মোট ৮৯টি অর্ধশতরান করেছেন। যা টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ অর্ধশতরান। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। তার মোট ৮৮টি হাফসেঞ্চুরি ছিল। সেই নজির ভেঙে দিলেন ওয়ার্নার। এই তালিকায় তিনে রয়েছেন বিরাট কোহলি (৭৭টি হাফসেঞ্চুরি)।
এমনিতেই এই আসরে স্বপ্নের ফর্মে রয়েছেন ওয়ার্নার। ব্যাট হাতে গড়ে চলেছেন একের পর এক নজির। কিন্তু বৃহস্পতিবার নিজের সাবেক দল সানরাইজার্সের বিপক্ষে খেললেন ৫৮ বলে ৯২ রানের অসাধারণ একটি ইনিংস। সেই সঙ্গেই গড়ে ফেলেন বিশ্বরেকর্ড। ম্যাচটিতে ওয়ার্নার বাউন্ডারি মারেন ১২টি এবং ছক্কা মারেন ৩টি। ৩ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ছিল ২০৭ রান। জবাবে হায়দরাবাদ ৮ উইকেটে ১৮৬ রানে থেমে যায় এবং হেরে যায় ২১ রানের ব্যবধানে।
প্রসঙ্গত ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই সানরাইজার্স হায়দরাবাদ ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছর আইপিএলের প্রথম পর্বে ওয়ার্নারকে নেতৃত্ব হারাতে হয়। তার পর তাকে প্রথম একাদশ থেকেও বাদ দেওয়া হয়। সেই অপমানের জবাবটা এবার ব্যাট হাতেই দিচ্ছেন ওয়ার্নার।
টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ অর্ধশতরান:
১) ডেভিড ওয়ার্নার- ৮৯টি হাফ সেঞ্চুরি
২) ক্রিস গেইল- ৮ ৮টি হাফ সেঞ্চুরি
৩) বিরাট কোহলি- ৭৭টি হাফ সেঞ্চুরি
৪) অ্যারন ফিঞ্চ- ৭০টি হাফ সেঞ্চুরি
৫) রোহিত শর্মা- ৬৯টি হাফ সেঞ্চুরি