বাংলাদেশ সময় ডেস্কঃ
সম্প্রতি ঢাকার শাহজাহানপুরে সন্ত্রাসীর গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ঈদ উপলক্ষে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার ২ মে তার রাজনৈতিক কার্যালয়ে প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনকে চেক তুলে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।
পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে প্রীতির পরিবারকে অনুদান দেওয়া হয়েছে। সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয় সোমবার। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান বিতরণের হিসাব তুলে ধরেন বিপ্লব বড়ুয়া।