বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বড় বড় মানুষদের জন্য হাসপাতাল তৈরি করে, কিন্তু শ্রমিকদের জন্য কোনো হাসপাতাল হয় না। তাঁরা বিনা পয়সায় কোনো চিকিৎসা পান না। তাঁদের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পান না। সবকিছু থেকে এ দেশের শ্রমিকশ্রেণি বঞ্চিত।
মে দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করে।