বাংলাদেশ সময় ডেস্কঃ
ঈদ সামনে রেখে এবার বঙ্গবন্ধু সেতু হয়ে রেকর্ডসংখ্যক মোটরসাইকেল পারাপার হয়েছে। গত বুধবার রাত ১২টা থেকে গতকাল শনিবার রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টায় ২১ হাজার ৩৬০টি মোটরসাইকেল পারাপার হয়েছে।
একাধিক মোটরসাইকেলের চালক বলেন, যানজট হলেও ঘণ্টার পর ঘণ্টা আটকে না থেকে মোটরসাইকেলে গন্তব্যে যাওয়া অনেক সহজ হয়। তাই কিছুটা ঝুঁকি থাকলেও ঈদের ছুটিতে অনেকেই এবার বাড়ি যাচ্ছেন মোটরসাইকেলে।