বাংলাদেশ সময় ডেস্কঃ
ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছে মানুষ। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। যাত্রীদের সামলাতে হিমশিম খাচ্ছেন নৌ-পুলিশসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।
আজ শনিবার (৩০ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে। দুপুরের পর থেকে সদরঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। সন্ধ্যার দিকে ভিড় আরও বেড়ে যায়। তাদের সামলানোর চেষ্টা করছেন দায়িত্বরতরা।
সদরঘাটে কথা হয় বরিশালগামী এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ঈদকে সামনে রেখে লঞ্চের ভাড়া বেশি নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময়ে আমরা ৪০০ টাকা ভাড়া দিয়ে গেলেও এখন ৬০০ থেকে ৮০০ টাকা নেওয়া হচ্ছে। কেবিন নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই ব্যবস্থা করতে পারিনি। কেবিন যেন সোনার হরিণ হয়ে গেছে।