নাজমুল হাসানঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবর্ষকী ও বিজয়ের সুবর্নজয়ন্তী উপলক্ষে রাজধানীর খিলক্ষেত এলাকায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা-১৮ আসনের কর্ণধার ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান এমপি।ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী শশী আক্তার শাহীনা এর উদ্যোগে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানার মহিলা আওয়ামী লীগের নেত্রী শশী আক্তার শাহীনা।শাহীনা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের ধারক আজীবন বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগী ও পরীক্ষিত সৈনিক।দলের প্রতি আনুগত্যের কারণে তার জনপ্রিয়তার খুঁটি শক্তিশালী হয়ে উঠেছে।খিলক্ষেত থানা এলাকায় নির্যাতিত নিপীডীত নারীদের পাশে থেকে সক্রিয় ভাবে কাজ করছেন তিনি।স্থানীয় মানুষকে সহযোগিতা করা, শীতার্তদের শীতবস্ত্র বিতরন,চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য হাত বাড়িয়ে দেওয়াসহ সমাজ সেবায় অসংখ্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন এই নারী নেত্রী।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা থানা আওয়ামীলীগ সভাপতি ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ইসাহাক মিয়া,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও খিলক্ষেত থানা সেচ্ছাসেবকলীগনেতা শরীফুল ইসলাম শরীফ,খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. আসলাম উদ্দিন,৯৬ নং ওয়ার্ড আওয়মীলীগের সাধারন সম্পাদক কাজী আমিনুল ইসলাম, খিলক্ষেত থানা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম,মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানার সহ-সভাপতি কাজী সালমা সহ অনেকে।এ সময় শীতার্ত মানুষের মাঝে এক হাজার পাঁচশত কম্বল বিতরন করা হয়।